chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেরাদের কাছে পৌঁছে গেছেন বাবর: মিসবাহ

বাবর আজম প্রমাণ করতে সক্ষম হয়েছেন বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুটদের মতো তার মান। দাবি পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হকের।

ইউটিউবে দেয়া এক সাক্ষাতকারে মিসবাহ বলেন, ‘আমি তুলনা পছন্দ করি না। বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথরা বাবর থেকেও বেশি ম্যাচ খেলেছেন। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন বর্তমানে যারা সেরা তাদের খুব কাছে পৌঁছে গেছেন।’

পাকিস্তানের জার্সিতে ২০১৫ সালে অভিষেক হয় বাবরের। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান এই পর্যন্ত ৭৪ ওয়ানডে খেলে ৫৪.১৭ গড়ে মোট রান করেছেন ৩ হাজার ৩৫৯। ২৬ টেস্টে ৪৫.১২ গড়। রয়েছে ১ হাজার ৮৫০ রান। টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচ খেলে ৫০ গড়ে তুলেছেন ১ হাজার ৪৭১ রান।

সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, ‘যেভাবে বাবর খেলছেন যাদের নাম নেয়া হচ্ছে তাদের সমপরিমাণ ম্যাচ খেললে আমি বিশ্বাস করি আরও অনেক এগিয়ে যাবেন।’

সাদা পোশাকে ৫টি শতক ও ১৩টি অর্ধ শতক রয়েছে বাবরের। ওয়ানডেতে শতক তুলেছেন ১১টি। অর্ধ শতক করেছেন ১৫টি। সংক্ষিপ্ত ফরম্যাটে ১৩টি অর্ধ শতক তুলেছেন তিনি।

‘তার মধ্যে ক্ষুদা রয়েছে। সেটা শুধু ম্যাচ বা সিরিজ জেতার নয়, বিশ্বের সেরা ব্যাটসম্যান হবার ক্ষুদা। অনুশীলনের সময়ও স্পষ্ট বোঝা যায় সেরাদের সেরা হতে চান তিনি। যোগ করেন পাকিস্তান কোচ।