chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাক্রান্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তৌফিক উমর।

ক্রিকেট পাকিস্তানের বরাতে ইন্ডিয়া ডট কম জানাচ্ছে, বর্তমানে লাহোরে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন ৩৮ বছর বয়সী উমর।

২০০১ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার। প্রথমবারের মতো দেশের হয়ে খেলতে নেমেই টেস্ট শতক তুলে নিয়েছিলেন এই ওপেনার।

জাতীয় দলের হয়ে মাঠে নামার পর দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন বাম-হাতি এই ব্যাটসম্যান। কিংবদন্তি সাঈদ আনোয়ারের অবসরের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন তিনি। নিজের প্রথম ১৭ টেস্ট পর্যন্ত ব্যাটিং গড় ছিল ৪৮.০৩।

সাদা পোশাকে ৪৪ ম্যাচে ২ হাজার ৯৬৩ রান করেন তৌফিক উমর। সাতটি শতক ও ১৪টি অর্ধশতক রয়েছে তার নামের পাশে।

অন্যদিকে মাত্র ২২টি ওয়ানডে খেলে ৫০৪ রান তুলতে পেরেছিলেন। রয়েছে তিনটি অর্ধশতক।
ফিটনেস না থাকার কারণে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। যদিও ২০১৮ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।

এই বিভাগের আরও খবর