chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্ধশত ছাড়ল রাঙ্গামাটি করোনা আক্রান্তের সংখ্যা

একদিনে দ্বিতীয় দফার রিপোর্টে রাঙ্গামাটিতে ১০ জনের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। এ নিয়ে অর্ধশত ছাড়িয়ে ৫৬ তে দাঁড়াল আক্রান্তের সংখ্যা।

শনিবার (২৩মে) রাত সাড়ে ১১টা এবং রবিবার(২৪মে) রাত ১২টা নাগাদ দুই রিপোর্টে ১০ জন শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেকশাস ডিজেজ(বিআইটিআইডি) ‘ র ৩৯টি রিপোর্টের মধ্য ২পজিটিভ, ৩৭টি নেগেটিভ।

চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ৪৬টি মধ্য ৮টি রিপোর্টে পজেটিভ ফলাফল এসেছে।

১০ জনের মধ্য, রাঙ্গামাটি সদরের ৫জন, কাউখালী- ৪ এবং লংগদু- ১জন রয়েছেন।

উল্লেখ্য, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত সর্ব মোট ৮৬৭টি নমুনা সংগ্রহ হয়েছে। তারমধ্য ৭২৩ টি নমুনার ফলাফল পেয়েছে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস। ৭২৩টি নমুনা থেকে ৫৬টি পজেটিভ, ৬৬৭টি নেগেটিভ এবং অপেক্ষমান রয়েছে আরও ১৪৪টি।

এই বিভাগের আরও খবর