chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোন করে সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন৷ এসময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় আম্পান। আম্পানের তাণ্ডবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

আম্পানের আঘাতে পশ্চিমবঙ্গে ৭২ জন মানুষ মারা গেছে। এছাড়া ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।