chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩১ মে রোববার।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ওইদিন সকাল ১০ টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ব্যবহারিকসহ সব পরীক্ষা শেষ হয় ৫ মার্চ। কিন্তু পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও দেশের করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।

এ বছর সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।