chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবশেষে সরে গেল সেই অবৈধ বিলবোর্ড

সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে নগরীর বেশ কয়েকটি স্থানে অনুমোদনহীন বিলবোর্ড বসিয়েছিলো একটি চক্র। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ এসব বিলবোর্ড অপসারণ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১৯ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় নগরীর জাকির হোসেন রোডের মাথাস্থ (খুলশী ১নং) দালানের সাথে স্থাপিত বিলবোর্ডটি অপসারণ করা হয়। অবৈধভাবে বিলবোর্ডটি স্থাপনের দায়ে ভবন মালিক আবুল হোসেন কে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া বিভিন্ন এলাকার দালানের দেয়ালের সাথে স্থাপিত চারটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।