chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের খুলছে আল আকসা মসজিদ

জেরুজালেমের আল-আকসা মসজিদ নামাজের জন্য পুনরায় খুলে দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় দুই মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর ফের দেয়া হচ্ছে মসজিদটি।

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়াকে সীমাবদ্ধ করতে মসজিদটি বন্ধ রাখা হয়েছিল।
আগামী সপ্তাহে মসজিদটি নামাজের জন্য আবার উন্মুক্ত হবে।

করোনা মহামারিকে রুখতে জরুরি ভিত্তিতে মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো করোনা সংক্রমণ হ্রাস করতেেই এ ব্যবস্থা নেয়া হয়।

এদিকে, ইসরায়েলে আজ পর্যন্ত ১৬ হাজার ৬০০ জনেরও বেশি লোক করোনায় সংক্রামিত হয়েছেন এবং ২৭৮ জন মারা গেছেন।
পশ্চিম তীর এবং গাজায় ৩৯১ জন সংক্রামিত হয়েছেন এবং দু’জন মারা গেছেন।

মসজিদ কমপ্লেক্সটি পরিচালনায় নিয়োজিত মুসলিম কমিটি জানিয়েছে (ওয়াকফ), পবিত্র ঈদ-উল-ফিতরের উত্সব শেষে পবিত্র মসজিদটির বাইরে অংশে প্রার্থনার উপর নিষেধাজ্ঞা অপসারণ করা হবে। পবিত্র মাসের রমজানের শেষের দিকে এ অংশ চিহ্নিত করা হবে।

গতকাল প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানায় ওই কমিটি।

এই বিভাগের আরও খবর