chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাট্টলী জেলেপাড়ার ২৫০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেন জেলা প্রশাসন

কাট্টলী জেলেপাড়ার ২৫০ টির মতো পরিবারকে আজ সকালে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এই মর্মে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল মোঃ তৌহিদুল ইসলাম।

এছাড়া পতেঙ্গা সার্কেলাধীন ৩৯ নং ওয়ার্ডের জেলে পল্লী এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

সাইক্লোন আম্ফান মোকাবিলায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে চট্টগ্রাম মহানগরী এলাকার সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসরত জেলে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গণ।

এছাড়াও পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর