chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্রমণের নিষেধাজ্ঞা তুলছে তুরস্ক

এবার দেশি-বিদেশি ভ্রমণ পিয়াসুদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে তুরস্ক। দেশের পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তার দুইদিন আগে চিকিৎসা সেবা খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সম্প্রতি তুরস্কের পর্যটনমন্ত্রী মেহমেত নুরী এরসয় বলেন, ‘২৮ মে থেকে দেশের ভেতরে পর্যটন খাত খুলে দেয়া হবে, আর বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে মধ্যজুন থেকে।’

এক টিভি সাক্ষাতকারে তিনি বলেন, ‘শুরুতে এশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু হবে। কারণ চীন, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলো করোনা থেকে দ্রুত সেরে উঠছে। ইউরোপের দেশগুলোতেও আস্তে আস্তে পুনরুদ্ধার ঘটছে। বেশিরভাগ দেশের সঙ্গেই মধ্যজুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।’
তিনি বলেন, ‘করোনা মহামারির প্রেক্ষিতে হোটেলগুলো অতিথিদের কিভাবে সামলাবে এ ব্যাপারে তাদের করণীয় কি এসব বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এটা বিশ্বে প্রথম। একইরকম কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।’

করোনা সংক্রমণ ও মৃত্যু দুই কমে এসেছে তুরস্কে। তাই ক্রমান্বয়ে দেশটি অর্থনীতিও খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম অবস্থায স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। ৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন। সর্বশেষ এখন পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা আসল। তুরস্কে করোনা সংক্রমণ শুরু হলে দেশটি ২৭ মার্চ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর ১ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিত করে।

সূত্র: ডেইলি সাবাহ

এই বিভাগের আরও খবর