chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধোনিও চাপে পড়েন!

কঠিন পরিস্থিতি ঠাণ্ডা মাথায় কীভাবে সামাল দিতে হয় সেটা ভালোভাবেই জানেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। চাপ সামলানোর জন্য তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু সে ধোনিরই এখন প্রয়োজন পড়ছে মনোবিদের।

ধোনি বলছেন, তিনি চাপে পড়েন, ভয় পান কঠিন মুহূর্তে। তাই দলের সঙ্গে দরকার মনোবিদের। এবং সেটা জরুরী।

‘ভারতে এখনও মানসিক দুর্বলতার ব্যাপারটা ঠিক মতো গ্রহণ করা হয় না। মানসিক ভাবে চাপে পড়লে সেটাটাকে মানসিক সমস্যা বলে আখ্যায়িত করা হচ্ছে।’

২০১১ সালে ঘরের মাঠে ছয় হাঁকিয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপের মুখে রান আউট হয়ে যাওয়ায় আর ফাইনাল খেলতে হয়নি ভারতকে। এরপর ধোনির আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। সেটাই স্বীকার করলেন ধোনি। ব্যাটিং করতে নামলে চাপ অনুভব করেন তিনি।

‘প্রথম এক দুই ওভার খেলার সময় আমার হৃদস্পন্দনও বেড়ে যায়। আমিও চাপে পড়ে যাই, আমিও ভয় পাই। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়।’

এর থেকে দূরে থাকতে হলে ধোনি মনে করেন মনোবিদের প্রয়োজন দলে।

‘এক জন মেন্টাল কন্ডিশনিং কোচ যদি নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে থাকেন, তা হলে তিনি বুঝতে পারবেন দলের সেই সব খেলোয়াড়ের সমস্যাটা ঠিক কী হচ্ছে।’

এই বিভাগের আরও খবর